প্রায় ৯,৫০০ বিঘা জমির মধ্যে প্রায় ১৯,০০০টি প্লট নিয়ে গড়ে উঠছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি। এখানে মোট দুইটি Phase রয়েছে। Phase-2 হতে ২০২৮ সালে প্রাথমিক ভাবে ২০০ টি প্লট
হ্যান্ডওভার করার লক্ষ্যে বর্তমানে মাটি ভরাটের কাজসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলছে। এককালীন ও স্বল্প-দীর্ঘ, বিভিন্ন মেয়াদী কিস্তিতে আবাসিক ও বানিজ্যিক ৩, ৫, ১০ কাঠা ও ১ বিঘা সাইজের প্লট বিক্রয়, বুকিং ও বরাদ্দ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়াও ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে থাকবে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ও কন্ডোমিনিয়াম নিয়ে বিশেষায়িত আবাসিক জোন।
মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন তুরাগ নদীর পশ্চিম তীরবর্তী এলাকাজুড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিকল্পনাধীন অঞ্চলে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অবস্থান। এ অঞ্চলটি আধুনিক শিক্ষানগরী হিসেবে খ্যাত, যেখানে রয়েছে ১৭টি বিশ্ববিদ্যালয়। মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীর উপর নির্মাণাধীন কাউন্দিয়া সেতু সংলগ্ন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি অবস্থিত। ব্রিজের কাজ সম্পন্ন হলে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি থেকে হয়রত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে যেতে সময় লাগবে মাত্র ১০-১৫ মিনিট, উত্তরা মেট্রোরেল স্টেশনে যেতে লাগে মাত্র ৫-১০ মিনিট। প্রকল্পের পূর্বে সেনাবাহিনীর ডিওএইচএস এবং উত্তরে ইস্টার্ন হাউজিং সোসাইটি অবস্থিত। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির দক্ষিণে ঢাকা-আরিচা মহাসড়ক। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি থেকে সাভার বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে ১০ মিনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০ মিনিট।
গ্রাহকের নিরাপত্তা, বিনোদন, শিক্ষা, চিকিৎসাসহ সবধরনের সামাজিক ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে থাকবে শিশু পার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক, সিনে-ক্যাফে, মসজিদ, মন্দির, কবরস্থান ও কমিউনিটি সেন্টার, ২৪/৭ ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও এয়ার এ্যাম্বুলেন্স, ডে-কেয়ার সেন্টার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের মাদ্রাসা, খেলার মাঠ ও জিমনেসিয়াম, শপিং সেন্টার ও সুপার শপ, সার্বক্ষণিক নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ বক্স।
ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি লেক ও সবুজ বনায়ন বেষ্টিত, প্রশস্ত রাস্তা, হেলিপ্যাড ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এলাকায় ডুপ্লেক্স ও ট্রিপ্লেক্স জোন অবস্থিত। এতে সার্বক্ষণিক বিশুদ্ধ পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ব্যবস্থা থাকবে। প্রতিটি ডুপ্লেক্স ও ট্রিপ্লেক্সের প্ল্যান, ডিজাইন ও সমস্ত নির্মাণ কার্যাবলী প্রকল্প কর্তৃপক্ষ সম্পন্ন করে হস্তান্তর করবেন।
ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির লেক ও সবুজ বনায়ন বেষ্টিত, প্রশস্ত রাস্তা, হেলিপ্যাড ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এলাকায় বহুতল অ্যাপার্টমেন্টের কন্ডোমিনিয়াম জোন অবস্থিত। এতে সার্বক্ষণিক বিশুদ্ধ পানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ব্যবস্থা থাকবে। কন্ডোমিনিয়ামে প্রতিটি ফ্ল্যাটের প্ল্যান ও ডিজাইন, এক্সটেরিয়র-ইন্টেরিয়র ও সমন্ত নির্মাণ কার্যাবলি প্রকল্প কর্তৃপক্ষ সম্পন্ন করে ওয়েল ফার্নিসড ফ্ল্যাট হস্তান্তর করবে।
প্রতিটি কন্ডোমিনিয়ামে থাকছে ৪ প্রকারের ফ্ল্যাটঃ
স্টুডিও অ্যাপার্টমেন্টঃ ৫৫০ স্কয়ার ফুট
(১টি বেড রুম ও বসবাসের জন্য ওয়েল-ফার্নিসড ফ্ল্যাট)
ফ্যাসিলি অ্যাপার্টমেন্টঃ ১৩৫০ স্কয়ার ফুট (৩টি বেড রুম ও ছোট পরিবারের বসবাসের জন্য ওয়েল-ফার্নিসড ফ্ল্যাট)
কাপন অ্যাপার্টমেন্টঃ ৯৫০ স্কয়ার ফুট
(২টি বেড রুম ও বসবাসের জন্য ওয়েল-ফার্নিসড ফ্ল্যাট)
স্কয়ার ফুট
(৪টি বেড রুম ও যৌথ পরিবারের বসবাসের জন্য ওয়েল-ফার্নিসড ফ্ল্যাট)
কেন বেছে নিবেনঃ
--------------------
০১। মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও ঢাকা চিড়িয়াখানা সংলগ্ন (মিরপুর বেড়িবাঁধ) তুরাগ নদীর পশ্চিম তীরবর্তী এলাকা জুড়ে রয়েছে ঢাকা ওয়েষ্টার্ন ভ্যালীর অবস্থান।
০২। মিরপুর বেঁড়িবাধের সাথে তুরাগ নদীর উপর নির্মানাধীন কাউন্দিয়া সেতু সংলগ্ন ঢাকা ওয়েষ্টার্ন ভ্যালী অবস্থিত।
০৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর রাজউক কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান এবং রাজউক অঞ্চল-১ এর অন্তর্ভুক্ত।
০৪। প্রকল্পের পূর্ব দিকে রয়েছে সেনা বাহিনীর ডিওএইচএস (DOHS)।
০৫। প্রকল্পের দক্ষিণ দিকে রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক।
০৬। প্রকল্পের দুইপাশে দুটি আন্তঃজেলা বাস টার্মিনাল (সাভার প্রান্তে- হেমায়েতপুর এবং আশুলিয়া প্রান্তে- বিরুলিয়া) হতে যাচ্ছে।
০৭। অত্র প্রকল্পের ৩-৫ কি.মি. এর মধ্যে রয়েছে স্বনামধন্য ১৭টি বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস। এর ফলে অঞ্চলটি হয়ে উঠবে একটি পরিকল্পিত শিক্ষানগরী।
০৮। প্রকল্পের অভ্যন্তরে থাকছে সর্বনিম্ন ৩০ ফুট থেকে সর্বোচ্চ ১০০ ফুট পর্যন্ত সু-প্রশস্থ রাস্তা, সাথে থাকছে পর্যাপ্ত ফুটপাত।
০৯। প্রকল্পটিতে রয়েছে ঢাকার চারদিক থেকে যাতায়াত এর সু-ব্যবস্থা। প্রকল্পটির কোন ব্যাক সাইড নেই।
১০। থাকবে আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও মাদ্রাসা।
১১। প্রকল্প থেকে উত্তরা মেট্রোরেল স্টেশন যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। নির্মানাধীন MRT Line-5 এর বলিয়ারপুর মেট্রো স্টেশন অঞ্চল থেকে প্রকল্পে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট।
১২। প্রকল্প থেকে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর যেতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট।
১৩। প্রকল্পের অভ্যন্তরে চর্তুদিকে রয়েছে প্রবেশদ্বার ও প্রাকৃতিক নয়নাভিরাম লেক।
১৪। প্রকল্পের অভ্যন্তরে প্রকৃতির মাঝে থাকছে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, ভিলা ও কনডোমিনিয়াম জোন।
১৫। থাকবে নিজস্ব বিদ্যুৎ প্রকল্প, পানি পরিশোধন প্রকল্প, বর্জ্য পরিশোধন ও বায়োগ্যাস প্রকল্প।
১৬। সরকারি নীতিমালা অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ স্থাপতিদের পরামর্শের ভিত্তিতে এবং আধুনিক বিশ্বের উন্নত প্রকল্পের আদলে গড়ে উঠবে পরিকল্পিত এ নগরী।
১৭। প্রকল্পের অভ্যন্তরে ৪৫ বিঘা জমির উপর গড়ে উঠছে আন্তর্জাতিক মানের দাদু বাড়ি ইকো রিসোর্ট, যা প্রাকৃতিক লেক সমৃদ্ধ কর্নতুলী নদীর কোল ঘেসে তৈরী হবে।
১৮। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রকল্প গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সংস্থা হতে অনুমতি প্রাপ্ত প্রতিষ্ঠান। প্রকল্পটির রয়েছে সকল লিগ্যাল অনুমোদন।
প্রকল্পের তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়
মিরপুরঃ
--------
MIST
BUP
BUIT
BUBT
উত্তরাঃ
-------
Uttara University
Shanto Mariam University
World University
BGMEA University
IUBAT University
Atish Dipankar University
European University of Bangladesh
আকরান বাজার:
-----------------
Brac University
Daffodil University
Manarat University
Eastern University
আমিন বাজার:
----------------
Asian University
যোগাযোগঃ 01842333043 (WhatsApp)