Toggle navigation SEARCH FOR PROPERTY
Property Features
আমরা ১৮৫০ শতক জমিসহ আমাদের লাভজনক এগ্রো কমপ্লেক্সটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় সফলতার পরপরই এগ্রো সেক্টরে বিনিয়োগ করার আগ্রহ তৈরি হওয়ায় ২০০৯ সালে রিলায়েন্স ভেজিটেবল অয়েল এর ব্যনারে প্রায় ৪০বিঘা জায়গার উপর আমরা প্রজেক্টটি নিয়ে যাত্রা শুরু করি। পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে প্রজেক্ট সংলগ্ন আরো কিছু জমি কিনতে থাকি এবং প্রতিষ্ঠানটির পরিধি বড় হতে থাকে। শুরুর দিকে মাছ, ডিম, পোনা উৎপাদন, শাক-সব্জীর চাষ এবং গরু মোটাতাজাকরন প্রকল্পের মাধ্যমে আমরা মোটামোটি লাভজনক অবস্থানেই ছিলাম এবং একটা পর্যায়ে ব্রেক ইভেন্টে পৌছাতে সক্ষম হই। তবে পরবর্তীতে অন্য ব্যবসায় গুরুত্ব বেশি দিয়ে এই প্রজেক্টে অবহেলা এবং দক্ষ ম্যানেজমেন্টের অভাবে আমরা আগের মতো সফলতার ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। অথচ, এই প্রজেক্ট ভিজিট করলে যে কারও কাছে এটাই মনে হবে যে এটা খুবই সম্ভাবনাময়ী একটি প্রজেক্ট। এবং দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে এই এগ্রো কমপ্লেক্সটি অনেক বেশী লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। তাছাড়া, আমাদের মূল ব্যবসা রিয়েল এস্টেট রিলেটেড হওয়ার কারনে এবং এই ব্যবসাতেই আমাদের বিশেষ দক্ষতা থাকায় আমাদের কোম্পানী আগামী কয়েকবছর শুধুমাত্র একটি ব্যবসাতেই ফোকাস করার ব্যপারে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। অতএব, আমাদের ১৮৫০ শতক জমির উপর প্রতিষ্টিত এগ্রো কমপ্লেক্সটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।
এগ্রো কমপ্লেক্সটির ব্যপারে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরছি-
১. জায়গার পরিমাণঃ ১৮৫০ শতক।
২. রাস্তাঃ ধোবাউরা-হালুয়াঘাট রোড সংলগ্ন প্রসস্ত রাস্তা
৩. শেড এর পরিমাণঃ ০৪টি (১টি শেডে প্রায় ৪হাজার লেয়ার মুরগী থেকে ডিম উৎপাদনের ক্ষমতা আছে)
৪. ভবন/ঘর রয়েছেঃ ০৯টি
৫. ফার্নিচারঃ কিছু পরিমাণ
৬. মেশিনারিজ সরঞ্জামঃ পর্যাপ্ত পরিমান (বিশেষ করে খাদ্য উৎপাদন, পোনা উৎপাদন এবং বায়োগ্যাস এর জন্য ব্যবহারযোগ্য)
৭. গাছের পরিমাণঃ প্রায় ৩০০
৮. পুকুরের পরিমাণঃ ২৪ টি
Master Plan
Location View
Map View
Similar Properties